সোলমেট ভেবে রাখা যে মানুষ
ভালোবেসে লাঘব করতো ব্যথা
আজ তার দূরত্ব নীহারিকার সমান
টেলিস্কোপের ছোট আয়নায়
খোঁজার চেষ্টা বৃথা!
সে শিখিয়ে দিয়েছে কে আমি তার
সে জানান দিয়েছে কী আমি তার
সবটুকু বিশ্বাস ভেঙেছে আমারই
সবটুকু যন্ত্রণা হয়েছে যে আমারই
জানলো না কোনো প্রাণ, কোনো মন
বুঝলো না সে আমার বোকা মন।
জানে শুধু—
হৃদয়ের মাঝে গড়া ব্যথার প্রিয় পাহাড়
জানা আছে—
জল পড়ে নড়া চোখের পাতার!
▪️ নীহারিকা
▪️ মাহমুদুর রহমান
▪️ দুইআটপঁচিশ।ভৈরব