জাগ্রত নারী
হে নারী :
তুমি থেকো না ক্রীতদাসী হয়ে,
অন্যায়কে দিও না প্রশ্রয়
আর নিও না মুখ বুজে সব সয়ে।
এ দিন যে বড় অনিবার,
সব শিকল খুলে ফেলো,
সব ভেঙে করে দাও দুবার।
হে নারী :
তুমি কি ভুলে গেছো
নজরুলের লেখা বিদ্রোহীর কথা,
যেথায় প্রলয়, সেথায় বাঁশরির প্রথা?
তবু
তুমি কেন দাও না হুংকার?
তোমার মাঝেও রয়েছে শত শত কল্পকাহিনি,
আর হাজারো
নিত্য নতুন চমৎকার।
হে নারী :
তুমি কি মরিচ গাছের
মতো ধিক্কার খেয়ে উপরে এসো না?
আরে ধরো বটগাছের মতো
নিজের পায়ের তলার মাটিকে।
মনে রেখো, তুমি নারী—
তুমি মা,
তুমি মেয়ে,
অতঃপর আবার তুমি বোন,
তুমি যে আবদ্ধ পরিবারের
ত্রিকোণ এক কোণ।
ধর্ম–বর্ণ সবই ভুলে ও দাঁড়াও
বেঁধে সারি।
জাগ্রত হও হে
মহিয়সী নারী!
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত