নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৭ জুলাই ২০২৫
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ফলাফলে অসন্তোষ জানিয়ে তারা পুনর্মূল্যায়ন ও সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। তাদের ভাষ্যমতে, ফলাফলে বিশৃঙ্খলা ও মূল্যায়নের ভুলের কারণে এবারে ফেল করার সংখ্যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অনেকেই মাত্র একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, যাদের কলেজে ভর্তির সুযোগ না দিলে পুরো একটি বছর নষ্ট হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, “আমরা গত ১৩ জুলাই বোর্ডের সামনে প্রতিবাদ করেছিলাম। তখন কর্তৃপক্ষ জানিয়েছিল, ১৭ তারিখের মধ্যে আমাদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু তারা কোনো যোগাযোগ করেনি। তাই আমরা আবার এসেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।”
তাদের হুঁশিয়ারি, “দাবি না মানলে সারা দেশের ছয় লাখ অকৃতকার্য শিক্ষার্থী নিয়ে আমরা শাহবাগে বৃহত্তর অবস্থান কর্মসূচি করব।”
জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১০ জুলাই প্রকাশিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
শিক্ষার্থীরা বলেন, একটি পরীক্ষা-ব্যবস্থা তখনই সফল, যখন তা ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। তাই তারা দ্রুত ফল পুনর্মূল্যায়নের পাশাপাশি সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দাবি করছেন।