উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে কালিকাপ্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ভয়াবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানাই।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে প্রবাসীরা সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে।