রাতুল হোসেন, পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে পৌর শহরের বকুলের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঈশ্বরদী উপজেলার ভূতের গাড়ি এলাকার বাসিন্দা মো. আকরাম হোসেনের ছেলে শাহান (২৩) এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন যুবক অবৈধ অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। খবর পেয়ে আমবাগান পুলিশ ফাঁড়ির একটি দল বকুলের মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। তল্লাশির সময় শাহান ও রিয়াদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, লোড অবস্থায় চার রাউন্ড তাজা গুলি এবং একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, “অস্ত্রসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়দের মতে, সম্প্রতি ঈশ্বরদীতে কয়েক দফা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের এ অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: পাবনার পদ্মা নদীতে বিরল প্রজাতির কুমির, আতঙ্কে স্থানীয় মৎস্যজীবীরা