রাতুল হোসেন, জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট ও ইসলামপাড়ায় বালুমহাল দখলকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় সোহান হোসেন (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহান ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর এবং নাটোরের লালপুর এলাকার আলোচিত ‘কাকন বাহিনী’ দীর্ঘদিন ধরে বিভিন্ন বালুমহাল দখল করে আসছে। ঈশ্বরদীর সাঁড়া ঘাটে বৈধ ইজারাদারের নিয়ন্ত্রণ থাকায় বহুবার দখলচেষ্টায় ব্যর্থ হওয়ার পর এবার সশস্ত্রভাবে হামলা চালানো হয়।
গুলিবিদ্ধ সোহান বলেন, “আমি গরুর খাস কাটছিলাম। হঠাৎ স্পিডবোট ও নৌকায় করে এসে ঘাটে গুলিবর্ষণ শুরু করে। তখন একটু উঁচু হয়ে তাকাতেই আমার হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছি। একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সাঁড়া ঘাটের বৈধ ইজারাদার মেহেদী হাসান অভিযোগ করে বলেন, “লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন বাহিনী দিয়ে অবৈধভাবে ঘাট দখল ও চাঁদাবাজির চেষ্টা করছে। আমরা সরকারি রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করছি, কিন্তু তারা গুলি করে আমাদের হয়রানি করছে। এতে সাধারণ কৃষকরাও কাজ করতে পারছে না।”
এ বিষয়ে অভিযুক্ত কাকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ জানায়, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।