স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন ভিনিসিয়াস জুনিয়র। আজকের ম্যাচে দারুণ এক গোল করে তিনি ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ান ফুটবলারের রেকর্ড গড়েছেন।
এই গোলের মাধ্যমে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের জার্সিতে তার ১০৫তম অফিসিয়াল গোলের দেখা পেলেন। এতদিন এই রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর, যিনি ক্লাবটির হয়ে করেছিলেন ১০৪টি গোল।
মাত্র ৩১৮ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়েছেন ভিনিসিয়াস, যেখানে রোনালদো নাজারিওর লেগেছিল ১৭৭ ম্যাচে ১০৪ গোল। যদিও ম্যাচ সংখ্যা ভিন্ন, তবে বর্তমান যুগে গোল করা ও প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করাও তুলনামূলক কঠিন — সেখানে ভিনির এমন অর্জন নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
ছবি: সংগৃহীত
ভিনিসিয়াস ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। শুরুর দিকে কিছুটা সময় নিতেই হয়েছিল তাকে মানিয়ে নিতে। কিন্তু এরপর নিজেকে এক ভরসাযোগ্য ফরোয়ার্ডে রূপান্তর করেন তিনি। গত কয়েক মৌসুম ধরে ক্লাবের আক্রমণভাগে তিনিই মূল ভরসা।
এতদিন যেসব ব্রাজিলিয়ান রিয়ালে খেলেছেন, তাদের তালিকায় রয়েছেন কাকা, মার্সেলো, রবার্তো কার্লোস, কাসেমিরোদের মতো তারকারা। কিন্তু গোলের হিসেবে এখন সবার শীর্ষে আছেন ভিনিসিয়াস।
📊 রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক গোল করা ব্রাজিলিয়ানরা:
1. ভিনিসিয়াস জুনিয়র – ১০৫ গোল
2. রোনালদো নাজারিও – ১০৪ গোল
3. রবিনহো – ৩৫ গোল
4. কাকা – ২৯ গোল
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ, সমর্থক এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা এই অর্জনে ভিনিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার ঝড়।
ম্যাচশেষে ভিনিসিয়াস বললেন:
> “এই জার্সি গায়ে এমন একটি রেকর্ড গড়া আমার জন্য গর্বের। রোনালদো ছিলেন আমার আদর্শ। আজ তার রেকর্ড ভাঙা এক অনন্য অনুভূতি।”
ভবিষ্যতে ভিনিসিয়াস কী আরও বড় রেকর্ড গড়েন, সেটিই এখন দেখার বিষয়।