✍️ প্রতিবেদক: কালিকা প্রসাদ টিভি
ইতালি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ভৈরব উপজেলা বিএনপি ফোরাম, মনফালকন-গরিজিয়া, ইতালি-র নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
তাকে সদ্য ঘোষিত কমিটিতে সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটি গঠনের পর ইতালি প্রবাসী ভৈরববাসীর মাঝে এই খবর ছড়িয়ে পড়লে, দেশ-বিদেশে থাকা দলের নেতাকর্মীরা মোহাম্মদ আলীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন।
“এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, অনেক বড় এক দায়িত্ব। আমি সব সময় দলের আদর্শ লালন করে প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। দেশমাতৃকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে প্রবাস থেকে যতটুকু সম্ভব, আমি প্রাণ দিয়ে অংশ নেব।”
তিনি আরও জানান, ছাত্রদলে তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের কাজের প্রেক্ষিতে দল তার উপর এই আস্থা রেখেছে।
ভৈরব উপজেলা বিএনপি ফোরামের মনফালকন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির সদস্যরা ইতালির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে কাজ করবেন। তারা বিদেশের মাটিতে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতি অঙ্গীকারবদ্ধ।
মোহাম্মদ আলীর সহযোদ্ধারা, স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ তার এই সাফল্যে গর্বিত ও আনন্দিত। তারা বিশ্বাস করেন, মোহাম্মদ আলীর মতো ত্যাগী নেতাদের হাত ধরেই প্রবাসে বিএনপির সংগঠন আরও সুদৃঢ় হবে।
📌 উল্লেখ্য, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে কালিকাপ্রসাদ ইউনিয়নে ছাত্রদলের সংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড, আন্দোলন, মানববন্ধন ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার কাজ সফলভাবে হয়েছে।