রেজাউল মোস্তফা, চট্টগ্রাম :
চট্টগ্রামভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক প্রতিষ্ঠার এক বছর পূর্তি উদযাপন করেছে অনন্যভাবে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে সংগঠনটি দেশে ও বিদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটে কর্মসূচির উদ্বোধন হয়। একই দিনে দেশের অন্যান্য ইউনিট এবং আন্তর্জাতিক শাখাগুলোতেও একসঙ্গে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উম্মে হাবিবা রশীদ হিয়া, সাকিবুল ইসলাম শিহাব, নওশীন রুহি, এইচ এম মুনিরুজ্জামান, ইয়াসিন উদ্দিন, অর্পন দে, আমিমুল এহসান, এনামুল হক সাইদ ও মুহিবুল হাসান রাফি প্রমুখ।
প্রারম্ভিক বক্তব্যে রাকিবুল ইসলাম চৌধুরী বলেন,
“এক বছরের পথচলা সহজ ছিল না। সংগঠনের সব সদস্যদের নিরলস প্রচেষ্টা, ত্যাগ, নিষ্ঠা ও পরিশ্রমের কারণেই আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। ২০২৪ সালের ৮ আগস্ট চট্টগ্রামে ইউনিটি স্পার্কের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কার্যক্রম ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সংগঠনের মূলমন্ত্র হলো “একতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতা”। এ লক্ষ্যকে সামনে রেখে ইউনিটি স্পার্ক আগামীতে আরও বৃহৎ পরিসরে সমাজ ও পরিবেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
গত এক বছরে সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল—
বর্তমানে সংগঠনটির সক্রিয় ইউনিট রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, বরিশাল, সাতকানিয়া-লোহাগাড়া, আলীকদম ও বান্দরবানে। দেশের বাইরে রয়েছে ফ্রান্স, কিরগিজস্তান, সৌদি আরব, নেপাল, দুবাই, ফিনল্যান্ড, চীন, যুক্তরাজ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনাকারী ইউনিট।
স্থানীয় থেকে আন্তর্জাতিক পরিসরে সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ডে ইউনিটি স্পার্কের অবদান ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাগুরার পাথরঘাটায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত