1. ashiqmahmud156@gmail.com : কালিকা প্রসাদ টিভি : কালিকা প্রসাদ টিভি
  2. info@www.kalikaprosadtv.online : কালিকা প্রসাদ টিভি :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সংঘর্ষ: নিহত ৪, গুলিবিদ্ধসহ আহত বহু “গোপালগঞ্জকে আবু সাঈদগঞ্জ বানাতে হবে”—রাশেদ প্রধান গাড়িবহর নিয়ে খুলনায় পৌঁছেছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দিবস: সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ১ জিবি ডাটা, জেনে নিন কীভাবে পাবেন চম্পকনগর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত: ১৯ জুলাই ঢাকার মহাসমাবেশে যোগদানের আহ্বান মাগুরায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রায় একের পর এক হামলা হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ খাঁটিহাতার মাটিতে ঘুষের কলঙ্ক: ওসিসহ ছয় পুলিশের প্রত্যাহারে জনবিশ্বাসের ক্ষত ও ন্যায়ের প্রত্যাশা কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

আশুরার দিনে গর্হিত ও বর্জনীয় কিছু কাজ

ইসলামিক ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ইসলামিক ডেস্ক | ১০ মুহাররম ১৪৪৭ হিজরি | ৫ জুলাই ২০২৫ খ্রিঃ

মুহাররম মাসের ১০ তারিখ, তথা আশুরা, ইসলামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে মহান আল্লাহ বহু নবীকে সম্মানিত করেছেন, যেমন—মূসা (আ.)-কে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, নূহ (আ.)-এর নৌকা তূর পর্বতের গিরিতে স্থিত হয়। একইসাথে আশুরার দিনেই কারবালায় শাহাদতবরণ করেন রাসুলুল্লাহ ﷺ- এর প্রিয় দৌহিত্র হযরত হুসাইন (রাঃ) ও তার পরিবারবর্গ।

এই সব ফজিলতের পাশাপাশি দুঃখজনকভাবে এই দিনকে ঘিরে সমাজে অনেক বিদআত ও গর্হিত কাজ প্রচলিত হয়ে পড়েছে, যেগুলো শরিয়তের পরিপন্থী। নিচে এমন কিছু প্রচলিত ভুল ও গর্হিত কাজ তুলে ধরা হলো:


১. বিলাপ, মাতম ও শরীরে আঘাত করা

অনেকে হযরত হুসাইন (রাঃ)-এর শাহাদাতের শোক প্রকাশে গাল চাপড়ানো, বুক কাটা, শরীর রক্তাক্ত করা এবং তাজিয়া মিছিল করে থাকেন। অথচ,

রাসুল ﷺ বলেন: “সে আমাদের দলভুক্ত নয়, যে গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলিয়াতের মতো আহাজারি করে।”
(সহিহ বুখারি: ১২৯৭, সহিহ মুসলিম: ১০৩)


২. কালো পোশাক পরা ও প্রতীকী শোক পালন

আশুরাকে শোক দিবস মনে করে কেউ কেউ কালো কাপড় পরে, বিষণ্ণ পরিবেশ তৈরি করে। কিন্তু ইসলামে শোক পালন করার নির্দিষ্ট সময়সীমা ও পদ্ধতি আছে, তা আশুরার জন্য প্রযোজ্য নয়।


৩. বিশেষ রান্না বা হালুয়া তৈরি করা

অনেকে আশুরার দিনে হালুয়া-রুটি বা অন্য কোনো বিশেষ খাবার রান্না করে তা ‘বরকতময়’ মনে করেন। এটি শরিয়ত সম্মত নয়।

ইবনে তাইমিয়া (রহ.) বলেন: আশুরার দিনে রান্না করা, সাজসজ্জা, গোসল, নতুন পোশাক পরা বা কোনো উৎসব করা — এসব রাসুল (সা.) ও সাহাবীদের আমল ছিল না।
(আল-ফাতাওয়া আল-কুবরা: ২/২৫৭)


৪. সুরমা, গোসল, প্রসাধন ইত্যাদিকে বরকতময় ভাবা

কিছু মানুষ আশুরার দিনে বিশেষ গোসল, সুরমা বা প্রসাধন ব্যবহারে রোগমুক্তি বা বরকত পাওয়ার বিশ্বাস পোষণ করে থাকেন। এটি কুসংস্কার ও ভিত্তিহীন।


৫. সাহাবা বা আহলে বাইতের কাউকে গালি দেওয়া

আহলে বাইতের নামে বাড়াবাড়ি করে অনেকে সাহাবাদের (বিশেষ করে হযরত মুয়াবিয়া রাঃ)-কে গালাগালি করেন। এটি স্পষ্টভাবে ইসলামবিরোধী।

রাসুল ﷺ বলেন: “আমার সাহাবাদের গালি দিয়ো না।”
(সহিহ বুখারি: ৩৬৭৩)


৬. আশুরাকে উৎসবের দিন বানানো

কোনো কোনো চক্র শোকের প্রতিক্রিয়ায় এই দিনকে উৎসবে রূপ দিতে চায়। ইসলামে আশুরা neither শোক দিবস nor আনন্দ উৎসব— বরং এটি আত্মশুদ্ধি ও রোজার দিন।


আসল আমল কী? — আশুরার রোজা রাখা

আশুরার প্রকৃত ফজিলতপূর্ণ আমল হলো রোজা রাখা।

রাসুল ﷺ বলেন: “আমি আশা করি, আশুরার রোজা আগের এক বছরের গুনাহ মোচনের কারণ হবে।”
(সহিহ মুসলিম: ১১৬২)

তিনি আরও বলেন: “তোমরা আশুরার রোজা রাখো এবং তার আগে বা পরে আরেক দিন রোজা রাখো।”
(মুসনাদ আহমদ: ২১৫৪)


🔚 উপসংহার

আশুরা একটি মর্যাদাপূর্ণ দিন— তবে তা স্মরণ ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা উচিত, বিদআত ও কুসংস্কারের মাধ্যমে নয়। আসুন, কোরআন ও হাদিসের আলোকে আশুরার প্রকৃত গুরুত্ব অনুধাবন করে শরিয়তের পথেই চলি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আশুরা পালনের তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কালিকা প্রসাদ টিভি-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট