চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ভিক্ষুকের ঘরে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের মদনবাবুর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮) ও ভোলা হোসেন (৩৫) কে।
পুলিশ জানায়, জেহালার মুন্সিগঞ্জ রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে ভিক্ষুক জোসনা খাতুন (৬৮) তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করেন। গত ১৭ আগস্ট রাতে তারা বাড়ি ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং চিকিৎসার জন্য ভিক্ষা করে জমানো ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন, “অসহায় ভিক্ষুকের টাকা উদ্ধার আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা দ্রুততম সময়ে তা ফেরত দিতে পেরেছি।”
দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা পুলিশের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: মোবাইল ডায়াল প্যাড হঠাৎ বদলে গেলে কী কারণে হতে পারে এবং কীভাবে ঠিক করবেন?
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত