ফারুক আহমেদ, বিশেষ সংবাদদাতা
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা গ্রামে অবস্থিত অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী মজুমদারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক-শিক্ষিকা স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্র গত ১৪ জুলাই জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ ও যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়েছে।
শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক মমতা মজুমদার দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম চালিয়ে আসছেন। সরকারের দেওয়া টিউশন ফি, ব্যাংক হিসাব থেকে উত্তোলিত অর্থ, বিদ্যালয়ের অভ্যন্তরীণ আয়, পুকুর ইজারার টাকা, পুরনো ভবন ও মূল্যবান গাছ বিক্রির টাকা—এসবের সঠিক হিসাব নেই। এমনকি ২০২৪ সালের ১৫ আগস্ট সোনালী ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা এবং অগ্রণী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলনেরও কোনো ব্যয় বিবরণী দেখাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
শিক্ষকেরা আরও দাবি করেছেন, বিদ্যালয়ের শিক্ষকদের ভাতা বাবদ অর্থ যথাসময়ে দেওয়া হয় না। প্রতিবছর মাত্র দুই থেকে তিন মাসের ভাতা প্রদান করা হলেও বিদ্যালয়ের মোট আয়ে পুরো বছরের ভাতা দেওয়ার মতো অর্থ অবশিষ্ট থাকে। এর বাইরে শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকের আচরণও শত্রুতাপূর্ণ বলে অভিযোগ করেছেন তারা। অভিযোগে বলা হয়, ভিন্নমত পোষণ করলেই চাকরি হারানোর ভয় দেখানো হয়, যার ফলে শিক্ষকেরা আতঙ্কে থাকেন এবং বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ নষ্ট হচ্ছে।
আরও পড়ুন: মাগুরায় ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
অভিযোগপত্রে উল্লেখ আছে, প্রধান শিক্ষক সভাপতি ও কয়েকজন সদস্যকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সেই সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষক সমাজকে উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে এবং পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকেরা দাবি করেছেন, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতিও কমে গেছে।
শিক্ষকদের পক্ষ থেকে যারা অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন সহকারী প্রধান শিক্ষক মুকুল মন্ডল, শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, কৃষি বিজ্ঞান শিক্ষক অনুৎ জোয়ারদার, ব্যবসায় শিক্ষা শিক্ষক বিকাশ চন্দ্র আদিত্য, বিজ্ঞান শিক্ষক ইন্দ্রজিৎ রায়, আইসিটি শিক্ষক মোস্তফা খালিদ হাসানসহ মোট ১৪ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে সোমবার দুপুরে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মমতা রানী মজুমদারকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি এখন বিদ্যালয়ে নেই। খেলাধুলার সামগ্রী কিনতে আড়পাড়ায় এসেছি, এরপর মাগুরা শহরে যাবো। এখন বিদ্যালয়ে আসতে পারব না।” তবে অভিযোগগুলোর বিষয়ে তিনি কোনো বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
প্রধান শিক্ষক মমতা রানী মজুমদার ২০১৭ সালের ১ আগস্ট থেকে অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: Magura Gazette
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত